ইমেইল: dsgmadrasah@gmail.com মোবাইল: +8801775-460560 , +8801727-324522

বেফাক রেজিঃ ম-১/৮৮৪

হাইআ রেজিঃ ৪০৭৩৪

l

প্রতিষ্ঠাতার বাণী

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। উক্ত হাদীসে যেভাবে জ্ঞানার্জনের বিষয়টিতে নারী-পুরুষ উভয়ই শামিল, তেমনি আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে দাওয়াত পৌঁছাবার প্রথম নির্দেশ-“এবং আপনার নিকটাত্বীয়দেরকে সতর্ক করুন” (আল কুরআন) এ আয়াতে নারী-পুরুষ উভয়ই শামিল। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সে যুগের মহিয়ষী নারীদের আবদার ছিল যে “আমাদের জন্য আপনার পক্ষ থেকে তা’লীমের একটি দিন ধার্য্য করুন,অতপর তিনি তাদেরকে নসিহত করলেন ও আদেশ দিলেন”।এ হাদীসটিও মেয়েদের শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব রাখে। হযরত আয়েশা সিদ্দিকা (রা:) ছিলেন একজন নারী,অথচ তিনি ছিলেন উ”চতর ইসলামি শিক্ষায় শিক্ষিতা অধিক হাদীস বর্ণনাকারীদের অন্যতমা একজন।
মায়ের কোলই শিশুর প্রথম শিক্ষালয়। তাই মাতৃ-জাতিকে সঠিক জ্ঞান ও সু-শিক্ষা দেয়ার গুরুত্ব অস্বীকার করার কোন উপায় নেই। দ্বীনদার আদর্শ জাতি পেতে হলে আদর্শ নারীর কোন বিকল্প নেই। তাই ইলমে দ্বীনের তা’লীম-তায়াল্লুমের মাধ্যমে দ্বীনদার আদর্শ নাগরিক ও জাতি গঠনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামীনের সš‘ষ্টি অর্জনের লক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস “ দারুস সালাম মহিলা মাদরাসা” । মহান আল্লাহ তা‘আলা আমাদেরকে পূর্ণ ইখলাসের সাথে অভিষ্ট লক্ষে পৌঁছার তাওফীক দিন। আমীন!

আমাদের বৈশিষ্ট্য

১. কওমী মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলইয়া এবং বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) ও উম্মুল মাদারিস দারুল উলূম দেওবন্দ এর সিলেবাসভূক্ত।
২. আদর্শ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত।
৩. বিচক্ষণ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা দ্বারা ডে-নাইট কেয়ারফুল শিক্ষাদানের সুষ্ঠু ব্যবস্থা।
৪. স্বাস্থ্যকর-মনোরম পরিবেশ, ইসলামি শরয়ী পর্দা ও নিরাপত্তার ব্যবস্থা।
৫. ছাত্রীদের আমল-আখলাকে উন্নতির জন্য তরবিয়াতী জলসা ও সম্মিলিত দুআ’র আয়োজন।
৬. অমনোযোগী ও দূর্বল ছাত্রীদেরকে বিশেষ তত্ত্বাবধানের ব্যবস্থা।
৭. পরিস্কার-পরি”ছন্নতার প্রতি বিশেষ যত্ন নেয়া।
৮. সকল ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
৯. ছাত্রীদের সৃজনশীল দক্ষতা বাড়ানোর লক্ষে-কুরআন তিলাওয়াত, ইসলামী তারাণা,আবৃত্তি, দেয়ালিকা, বক্তৃতা
প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের ব্যবস্থা।
১০. অভিভাবক সম্মেলনের ব্যবস্থা।
১১. স্বাস্থ্য ও রুচিসম্মত তিন বেলা খাবার পরিবেশনের সুব্যবস্থা।

ভর্তির শর্তাবলী

১. মাদরাসার প্রচলিত লিখিত বা মৌখিক সকল আইন-কানূন বিনা দ্বিধায় মেনে চলতে হবে।
২. জীবনের সকল ক্ষেত্রে তথা চলা-ফেরা,আচার-আচরন,পোষাক-পরি”ছদ সুন্নত তরীকা মুতাবেক আদর্শ জীবন যাপন করতে হবে।
৩. প্রত্যেক ছাত্রীর অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে।
৪. ছাত্রীদের জন্য বাসায় লেখা-পড়া ও দ্বীনি পরিবেশের ব্যবস্থা করতে হবে।
৫. মাদরাসা কিংবা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করা যাবে না।
৬. মাসিক প্রদেয় টাকা মাদ্রাসার ব্যবস্থাপনার জন্যই নির্ধারিত। তাই কোন ছাত্রী মাসের যে তারিখেই ভর্তি হোক এবং যতদিনই মাদ্রাসায় উপস্থিত থাকুক পূর্ণ মাসের টাকা পরিশোধ করতে হবে।
৭. ভর্তি ফি ও আবাসিক চার্জ অফেরত যোগ্য।
৮. রমজান মাস থেকে রমজান পর্যন্ত অর্থাৎ শিক্ষাবর্ষের শুরু হতে শেষ পর্যন্ত ১২ মাসের বেতন দিতে হবে।
৯. বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।
১০. কোন ছাত্রী মাদরাসা থেকে পালিয়ে গেলে বা হারিয়ে গেলে অথবা কোন দুর্ঘটনায় পড়লে মাদরাসা কর্তৃপক্ষ কিছুতেই দায়ী থাকবে না।
১১. কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না।
১২. মাসিক প্রদেয় টাকা চলতি মাসের ৭ তারিখের মধ্যে আদায় করতে হবে। উপরোক্ত শর্তাবলীর যে কোন
একটির খেলাফ/ভঙ্গ করিলে মাদরাসা কর্তৃপক্ষ যে কোন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ছাত্রীদের পালনীয় নিয়মাবলী

১. আবাসিক ছাত্রীদের জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ।
২. নিজের সিট ছেড়ে অন্যের সিটে যাওয়া বা বিশ্রাম করা নিষেধ।
৩. নিজের প্রয়োজনীয় জিনিস-পত্র নিজ দায়িত্ব রাখতে হবে,অন্যের কাছে রাখা নিষেধ।
৪. কারো দ্বারা কষ্ট/আঘাত পেলে প্রতিশোধ নেয়া যাবে না; বরং দায়িত্ত¡শীলদের কে জানাতে হবে।
৫. পরস্পর হাদিয়া আদান-প্রদান,কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যেকোন অনুষ্ঠান,অন্যের জিনিস ব্যবহার ও ভোগ
করা,কাউকে বান্ধবী বানানো সম্পূর্ণভাবে নিষেধ।
৬. সাক্ষাতের সময় ব্যতীত,বিশেষ করে ক্লাস চলাকালীন কাউকে মাদরাসায় প্রবেশ করানো এবং কর্তৃপক্ষের
অনুমতি ছাড়া মাদরাসায় অবস্থানের সুযোগ দেয়া নিষেধ।

ছাত্রীদের ব্যবহারিক সামগ্রী

তালা সিস্টেম ব্যাগ অথবা অনুর্ধ্ব ২০ ইঞ্চি একটি ট্রাংক, বিছানার চাদর, বেডহুল্ডার বা ততসমপরিমাণ তোষক, কাভারসহ বালিশ, শীতের জন্য একটি লেপ বা কম্বল, একটি মশারী, কাঁথা, চেহারা আবরক নেকাবসহ বোরকা, হাত ও পা মোজা, ৩ সেট ফুল হাতা জামা ও পাজামা এবং ওড়না, গামছা ১টি,তোয়ালে ১টি, মাদরাসার ইউনিফর্ম (সাদা জামা,পাজামা ও ওড়না ক্লাশ চলাকালীন অন্ততঃ একসেট) স্যান্ডেল/জুতা, আয়না, চিরুনী, পরিমাণমত তৈল (নারিকেল) বা বিশেষ কারণে অন্য তৈল,সাবান (গায়ের ও কাপড় কাঁচা) মেসওয়াক ১টি, টুথ ব্রাশ, পেষ্ট, টয়লেট পেপার, জায়নামায, প্লেট, গ্ল্যাস, ছোট জগ ও দস্তরখানা।
বিঃদ্রঃ বিলাসিতার সামগ্রী ব্যবহার ও রাখা সম্পূর্ণ নিষেধ।

ছাত্রীদের যাতায়াতের নিয়ম

১. প্রত্যেক ছাত্রীকে তার অভিভাবক নিজ দায়িত্বে মাদরাসায় নির্দিষ্ট সময়ে পোঁছিয়ে দিবেন এবং নির্দিষ্ট সময়ে
নিয়ে যাবেন।
২. অভিভাবকের পক্ষ থেকে ফরমে অনুমোদিত মাহরাম ব্যতীত অন্য কারো সাথে যাতায়াত নিষেধ।
৩. যাতায়াত কালে চেহারা আবরক নেকাবযুক্ত গোলপাটের কাল বোরকা, হাত ও পা মোজা পরিধান বাধ্যতামূলক।

অভিভাবকদের সাক্ষাতের নিয়মাবলী

১. প্রতিদিন বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত।
২. বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে মাগরিব পর্যন্ত।
৩. শুক্রবার সারা দিন।
৪. মোবাইলে কথা বলতে চাইলে নির্দিষ্ট নাম্বারে প্রতিদিন বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত,বৃহস্পতিবার বিকাল
৩টা থেকে মাগরিব পর্যন্ত, এবং শুক্রবার সারা দিনের মধ্যে করতে হবে।
৫. সাক্ষাতের সময় ৫ মিনিট, এবং মোবাইলে কথা বলার সময় মাত্র ২ মিনিট।

আমাদের বিভাগ সমূহ

নূরানী বিভাগঃ ছোটদের জন্য এক বছরের নূরানী কোর্স। মৌখিক ভাবে বোর্ডের মাধ্যমে নূরানী পদ্ধতিতে বর্ণমালার পরিচয়-থেকে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, নির্বাচিত সূরা দুআ’, হাদীস,ও মাসায়েল মুখস্ত করণ, আরবী ওয়ার্ড,আদব-আখলাক সহ,বাংলা,অংক, ইংরেজি ইত্যাদি বিষয়ের সমন্বয়ে গঠিত শিশু শিক্ষা কোর্স।
ইবতিদাইয়্যাহ বিভাগ ঃ নূরানী পডুয়া মেয়েদের জন্য পাঁচ বছরের প্রাথমিক কোর্স। কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, তাজবীদ, নির্বাচিত সূরা, দুআ’, হাদীস,ও মাসায়েল মুখ¯’ করণ, আরবি ওয়ার্ড ও আরবি সাহিত্য, উর্দু কায়দা,পহেলী,দুসরী, আদব-আখলাক সহ,বাংলা,অংক,ইংরেজি,ইতিহাস-ভূগোল, সাধারণ জ্ঞান ও অন্যান্য বিষয়ের সমন্বয়ে গঠিত ৫ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষাকোর্স।
হিফজ বিভাগ ঃ সম্পূর্ণ ভিন্ন ও নিরিবিলি পরিবেশে সীমিত সংখ্যক আসনে মহিলা হাফেজা দ্বারা পরিচালিত জরুরী মাসয়ালা-মাসায়েলসহ আধুনিক হিফজ বিভাগ।
কারিয়ানা বিভাগ ঃ স্কুল-কলেজ পড়–য়া ও বয়স্কা মহিলাদের জন্য অল্প সময়ে কুরআন শরীফ সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত ও জরুরী দুআ’,হাদীস ও মাসয়ালা-মাসায়েল শিক্ষা কোর্স।
কিতাব বিভাগ ঃ ৭ বছরের দাওরায়ে হাদীস কোর্স। প্রাথমিক শিক্ষা সম্পন্নকারী ছাত্রীদের জন্য ৮ম শ্রেণি পর্যন্ত বাংলা অংক, ইংরেজী, আধুনিক আরবী সাহিত্য এবং বিভিন্ন বিষয়ের উপর নির্বাচিত দেশি-বিদেশি কিতাবসহ কওমি-‎বেফাক,হাইয়্যা ও দেওবন্দের সিলেবাসে এ কোর্স পরিচালিত।‎

অভিভাবকদের পালনীয়

১.সাক্ষাত এবং ছুটির নির্ধারিত সময় ব্যতীত মাদরাসায় প্রবেশ ও সাক্ষাত নিষেধ। বিশেষ প্রয়োজনে এসে পড়লে
পুরুষ হলে অফিসে, মহিলা হলে ভিতরে অপেক্ষা করতে হবে।
২. একমাত্র ফরমে অনুমোদিত মাহরাম অভিভাবকই অফিস কর্তৃক অনুমতি সাপেক্ষে সাক্ষাত করতে পারবেন।
৩. শরীয়ত সম্মত বোরকা পরা ব্যতীত ও পর্দাবিহীন অব¯’ায় মহিলাদের মাদরাসায় প্রবেশ নিষেধ ।
৪. মাদরাসার ভিতর মোবাইল ব্যবহার বা কাউকে মোবাইল দিয়ে কথা বলার সুযোগ দেয়া নিষেধ।
৫.সাক্ষাতের সময় চিঠি পত্র আদান প্রদান নিষেধ।

ছুটির নিয়মাবলী

ঈদুল আযহার আগে ও পরে ১২ দিন, ১ম, ২য় ও বার্ষিক পরীক্ষার পর ৭ী৩=২১ তাছাড়া প্রতি ১৫ দিন বা ১ মাস পর বিশেষ প্রয়োজনে বৃহস্পতিবার বিকাল হতে শুক্রবার মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দরখাস্তের মাধ্যমে ছুটি নিতে পারবে। কিšুÍ প্রত্যেক পরীক্ষার ১ মাস পূর্ব থেকে ছুটি নেয়া বন্ধ থাকবে।

ভর্তির নিয়মাবলী

১। আরবী বছরের ৮ শাওয়াল থেকে নতুন শিক্ষাবর্ষ ও কার্যক্রম শুরু হয়।
২। সীমিত আসনের কারনে শূণ্য আসনে যে কোন সময় ভর্তির বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন।
৩। ভর্তি ফরম মাদরাসা অফিস থেকে সংগ্রহ করতে হয়।
৪। নতুনদের ভর্তি পরীক্ষা ও পুরাতনদের বার্ষিক পরীক্ষার নম্বর অনুযায়ী মনোনীত মারহালায় (শ্রেণিতে )ভর্তি হতে হবে।
৫। ভর্তি ফি নতুন ৩১০০/-, পুরাতন ২৫০০/-, অনাবাসিক বেতন ১১০০/-
কোচিং / চার্জ ঃ ৪০০/- ডে-কেয়ার চার্জ ৬০০/-,আবাসিক (খোরাকি সহ)
৩৬০০/- আবাসিক (খোরাকি ছাড়া) ১৭০০/-, সকালের নাস্তা ৭০০/-, দুপুরের খাবার ১৫০০/-,রাতের খাবার ৭০০/-,ভর্তি নবায়ন/পূণঃরেজিস্ট্রেশন ৫০০/-, আই.পি . এস ও মেধা বিকাশ ফান্ড বাবৎ বছরে ৫০০/-
৬। ভর্তির সময় ভর্তি ফি ও এক মাসের বেতন অগ্রীম পরিশোধ করতে হবে। এবং পরবর্তী মাস থেকে
ইংরেজী মাসের ১০ তরিখের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে।
৭। নতুন ছাত্রী হলে ভর্তি পরীক্ষা দিতে হবে,পুরাতন ছাত্রী হলে (রেজাল্ট কার্ড) নিয়ে আসতে হবে।
৮। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত একমাস বা তার ঊর্ধ্বে অনুপ¯ি’ত থাকলে ভর্তি বাতিল হয়ে যাবে। পূনরায় ৫০০/- ফি দিয়ে ভর্তি নবায়ন করতে হবে।
৯। ভর্তির সময় অভিভাবক ও ছাত্রী উভয়ের উপ¯ি’তি আবশ্যক,যে কোন একজনের উপ¯ি’তি ব্যতীত ভর্তি নিষেধ
১০। ভর্তির পর কোন ছাত্রী একেবারে চলে যেতে চাইলে আগামী ভর্তি পর্যন্ত হলচার্জ ও বেতন অংশের টাকা
পরিশোধ করতে হবে।
১১। প্রতিবছর ষ্টাফ বেতন,বাড়িভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ছাত্রীদের বেতন,হলচার্জ ও খোরাকির টাকা বৃদ্ধি করা হবে।

l

কিতাব বিভাগের মারহালা / স্তর ও শ্রেণি সমূহের বিবরণ

কিতাব বিভাগের মারহালা / স্তর ও শ্রেণি সমূহের বিবরণবর্তমানে আমাদের কিতাব বিভাগের পাঠ্যক্রমে ৫ টি মারহালা বা স্তর চালু আছে। সেগুলো নি¤œরূপ ঃ
১.ইবতিদাইয়্যাহ (প্রাথমিক) ২.মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক) ৩.সানাবিয়্যাহ (উ”চ মাধ্যমিক) ৪.ফযিলত (স্নাতক) ৫. দাওরায়ে হাদীস/তাকমীল(মাষ্টার্স)

ইবতিদাইয়্যাহ (প্রাথমিক)

আস সফফুল আওয়াল আল ইবতিদায়ি (প্রথম শ্রেণি)
আস সফফুস সানি আল ইবতিদায়ি (দ্বিতীয় শ্রেণি)
আস সফফুস সালিস আল ইবতিদায়ি (তৃতীয় শ্রেণি)
আস সফফুর রাবে আল ইবতিদায়ি (চতুর্থ শ্রেণি)
আস সফফুল খামিস আল ইবতিদায়ি (পঞ্চম শ্রেণি)
আস সফফুল খুসুসি আল ইবতিদায়ি (বিশেষ শ্রেণি)

l

মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক)

আস সফফুল আওয়াল আল মুতাওয়াসসিত (মিযান/ষষ্ঠ শ্রেণি)
আস সফফুস সানি আল মুতাওয়াসসিত (নাহবেমীর/সপ্তম শ্রেণি)

সানাবিয়্যাহ (উচ্চ মাধ্যমিক)

আস সফফুস সানাবি আল আওয়াল (কুদুরী/অষ্টম শ্রেণি)
আস সফফুস সানাবি আস সানি (শরহে বিকায়া/নবম ও দশম শ্রেণি)

l

ফযিলত (স্নাতক)

আস সফফুল আওয়াল আল ফযিলত (হিদায়া/একাদশ ও দ্বাদশ শ্রেণি)
আস সফফুস সানি আল ফযিলত (মিশকাত/স্নাতক)

তাকমীল (মাষ্টার্স)

দাওরায়ে হাদীস/মাষ্টার্স সমমান সরকার কর্তৃক স্বীকৃত

l

সিলেবাস/পাঠ্য তালিকা আস সফফুল আতফাল আন নূরানী (শিশু শ্রেণি)

(১) নূরানী তরীকায়ে তা’লীম (মৌখিক), কালেমায়ে তায়্যিবাহ, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল ও মুফাসসাল, নামাযের দু’আ সমূহ, নামাযের তা’লীম, নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা, (নূরানী) (২) ইসলামি কায়দায় বাংলা শিখি (ইসলামিয়া) (৩) ইসলামী কায়দায় মাদরাসা অ ই ঈ (ইসলামিয়া) (৪) সাইমুম আরবি ও ইসলাম শিক্ষা ১ম (আহসান) (৫) সাইমুম ধারাপাত ও অংক শিক্ষা ১ম (আহসান) (৬) সাইমুম ওয়ার্ডবুক ১ম (আহসান)।

আস সফফুল আওয়াল আল ইবতিদায়ি আন নূরানী (প্রথম শ্রেণি)

(১) নুরানী তরীকায়ে তা’লীম (মৌখিক), আমপারা নাযেরা ও সূরা ফীল পর্যন্ত মুখ¯’, উযু,তায়াম্মুম ও নামাযের তা’লীম, নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা,(নুরানী) (২) আদর্শ বাংলা ১ম (ইসলামিয়া কুতুবখানা) (৩) আদর্শ
গণিত ১ম (ইসলামিয়া) (৪) ইসলামী কায়দায় আরবী শিখি ১ম (ইসলামিয়া) (৫) সাধারণ জ্ঞান ১ম (নূরানী) (৬) ইংলিশ লেসন ওয়ান (আহসান) (৭) ওয়ার্ডবুক ১ম (নূরানী)।

l

আস সফফুস সানি আল ইবতিদায়ি আন নূরানী (দ্বিতীয় শ্রেণি)

(১) নুরানী তরীকায়ে তা’লীম (মৌখিক), কুরআন নাজেরা ১ম পাঁচ পারা, সুরা ওয়াদ্বোহা পর্যন্ত মুখস্ত এবং
তাজবীদের কায়দা সমূহের মৌখিক তা’লীম (২) আল কিরাআতুল আরাবিয়্যা-২ (ইসলামিয়া) (৩) উর্দু কায়দা (এমদাদিয়া) (৪) তা’লিমুল ইসলাম ১ম (এমদাদিয়া (৫) আদর্শ বাংলা ২য় (ইসলামিয়া) (৬) আদর্শ গনিত ২য় (ইসলামিয়া) (৭) ইংরেজি ২য় (বেফাক) (৫) সাধারণ জ্ঞান ২য় (নূরানী) (৬) ওয়ার্ডবুক ২য় (নূরানী) (৭) ভূগোল ও সমাজ ২য় (বেফাক) (৮) ইসলামি তাহযিব ১ম ও ২য় অধ্যায় (বেফাক)।

আস সফফুছ ছালিছ আল ইবতিদায়ি (তৃতীয় শ্রেণি)

(১) কুরআন নাজেরা দশ পারা (৬ষ্ঠ-১৫তম পারা), সূরা লাইল থেকে সূরা বুরুজ পর্যন্ত মুখস্ত ,যুবানী ভাবে
তাজবীদের কায়দা শিক্ষা ও মশক (২) উর্দু কী পহেলী (এমদাদিয়া) (৩) তা’লিমুল ইসলাম ২য় (এমদাদিয়া)
(৪) নূরানী আরবি ভাষা শিক্ষা-৩য় / আল কিরাআতুল হাদীসা-১ম (নূরানী ও আহসান পাবলিকেশান্স)
(৫) বাংলা-৩য় (বেফাক) (৬) গনিত-৩য় (বেফাক) (৭) ইংরেজি-৩য় (বেফাক) (৮)সাধারণ জ্ঞান৩য়(বেফাক)
(৯) সোনামণিদের ফাংশনাল ইংলিশ(আঁখি) (১০) বাংলা ব্যাকরণ ও রচনা-৩য় (বেফাক)(১১) ইতিহাস পাঠ-৩য়
(বেফাক)(১২) ভূগোল ও সমাজ পরিচিতি ৩য় (বেফাক) (১০) ইসলামি তাহযিব (বেফাক )।

l

আস সফফুর রাবে আল ইবতিদায়ি (চতুর্থ শ্রেণি)

(১) কুরআন নাজেরা শেষ ১৫ পারা,সূরা ইনশিক্বাক্ব থেকে সূরা নাবা পর্যন্ত মুখস্ত, যুবানী ভাবে তাজবীদের
কাওয়ায়েদ শেখানো (২) উর্দু কী দুসরী ও কাওয়ায়েদ (এমদাদিয়া) (৩) তালিমুল ইসলাম-৩য় (এমদাদিয়া)
(৪) নূরানী আরবী ভাষা শিক্ষা-৪র্থ (নূরানী)(৫) শব্দ সহস্রিকা ১ম (নূরানী) (৬) বাংলা-৪র্থ (বেফাক) (৭) বাংলা ব্যাকরণ-৫ম (বেফাক) (৮)গণিত-৪র্থ(বেফাক) (৯) সাধারণ জ্ঞান-৪র্থ (ইসলামিয়া) (১০) ইংরেজি-৪র্থ (বেফাক) (১১) ইংলিশ গ্রামার ৫ম (বেফাক)(১২) ইতিহাস পাঠ-৪র্থ (বেফাক) (১৩) ভূগোল-৪র্থ (১৩) ইসলামি তাহযিব-৪র্থ অধ্যায় (বেফাক)

আস সফফুল খামিস আল ইবতিদায়ি (পঞ্চম শ্রেণি)

(১) পূর্ণ কুরআন শরীফ দাওর ও মশক, সূরা ইয়াসিন ও সূরা মুয্যাম্মিল মুখস্ত (২) এসো আরবি শিখি ১ম খন্ড (মেসবাহ) (৩) তা’লিমুল ইসলাম ৪র্থ বাংলা (আল কাউসার) (৪) আদর্শ বাংলা-৫ম (বেফাক) (৫) আদর্শ বাংলা ব্যাকরণ ও রচনা (বেফাক) (৬) My English Book part-5 (বেফাক) (৭) Ideal Primary English Grammar-5 (বেফাক) (৮) প্রাথমিক গণিত-৫ম (বেফাক) (৯) ইতিহাস-৫ম ( বেফাক) (১০) ভূগোল ও সমাজ পরিচিতি-৫ম (বেফাক) (১১) ইসলামি তাহযিব-৫ম অধ্যায় (বেফাক)

l

আস সফফুল খুসুসি আল ইবতিদায়ি (বিশেষ শ্রেণি)

(১) উর্দু কায়দা (ইমদাদিয়া) (২) উর্দু পহেলী (ইমদাদিয়া) (৩) উর্দু দোসরী (ইমদাদিয়া) (৪) তা’লীমুল
ইসলাম-১,২,৩,৪ (ইমদাদিয়া) (৫) আল কিরাআতুল আরাবিয়্যাহ-২ (ইসলামিয়া) (৬) নূরানী আরবি ভাষা শিক্ষা(নূরানী প্রকাশনী) (৭) শব্দ সহস্রিকা (নূরানী) (৮)এসো আরবি শিখি-১ম+২য় খন্ড (আবু তাহের মিসবাহ)(৯)বাংলা তারীখুল ইসলাম (আনোয়ার লাইব্রেরী)(১০)বেহেশতী জেওর মাসায়েল অংশ(বার্ড পাবলিকেশন)

আস সফফুল আওয়াল আল মুতাওয়াসসিত (মিযান/ষষ্ঠ শ্রেণি)

(১) সূরা হুজরাত থেকে ২৯ পারার শেষ পর্যন্ত মশক, সূরা মুলক মুখ¯’ ও নুজহাতুল কারী (২) বেহেশতী জেওর
মাসায়েল অংশ(বার্ড পাবলিকেশন) (৩)মিযান ও মুনশায়িব বাংলা(লাল মিযান) (ইসলামিয়া) (৪) তারিখুল ইসলাম উর্দু ১-৩ (আল হেরা) (৫) এসো আরবি শিখি ২য় খন্ড (মেসবাহ) (৬) ছফওয়াতুল মাসাদির বাংলা (ইসলামিয়া )
(৭) বাংলা ব্যাকরণ ও রচনা ৭ম (বেফাক) (৮) আদর্শ গণিত ৬ষ্ঠ (বেফাক) (৯) আদর্শ ইংরেজি ৬ষ্ঠ
(বেফাক) (১০) Ideal Primary English Grammar-6 (বেফাক) (১১)সাহিত্য সওগাত(বেফাক)

l

আস সফফুস সানি আল মুতাওয়াসসিত (নাহবেমীর/সপ্তম শ্রেণি)

(১) ১ম পারা থেকে ১০ম পারার শেষ পর্যন্ত মশক,সূরা র্আ রাহমান মুখ¯’ ও বাংলা জামালুল কুরআন অর্ধেক
(২) সীরাত বাংলা (আল কাউসার) (৩) মালাবুদ্দা মিনহু বাংলা (আল কাউসার ) (৪) নাহবেমীর বাংলা
(আল কাউসার ) (৫) ইলমুছ ছরফ বাংলা (আল কাউসার) (বেফাক) (৯) শরহে মিয়াতি আমিল (ইসলামিয়া/ এমদাদিয়া) (৬) রওজাতুল আদব (মাকতাবাতুল হেরা)

আস সফফুস্ সানাবি আল আওয়াল (কুদুরী অষ্টম শ্রেণি)

(১) ১১তম পারা থেকে ২০তম পারার শেষ পর্যন্ত মশক,সূরা ওয়াকেয়াহ মুখ¯’ ও বাংলা জামালুল কুরআন শেষ
অর্ধেক (২) কুরআন তরজমা (আনওয়ারুল কুরআন- ইসলামিয়া) ২৬-৩০ (৩) কুদুরী উর্দু (ইসলামিয়া) (৪) হিদায়াতুন্নাহু, ফুয়াদ (ইসলামিয়া) (৫) যাদুত্তালিবীন উর্দু (ইসলামিয়া) (৬) নূরুল হাওয়াশী (ইসলামিয়া) (৭) সাহিত্য সওগাত-৮ম শ্রেণি (বেফাক) (৮) ইংরেজি ৮ম (ইসলামিয়া) (৯)তাইসিরুল মানতিক বাংলা(ইসলামিয়া) (১০)আত্ ত্বরীকু ইলাল ইন্শা ১ম ও ২য় (মাকতাবাতুন নদভী) (১১) ইলমুছ ছীগাহ বাংলা (আল কউসার)

l

আস সফফুস সানাবি আস্ সানি (শরহে বিকায়া/নবম ও দশম শ্রেণি)

(১) কুরআন তরজমা ১-১৫ পারা (২) শরহে বিকায়া-১ম মতন (ইসলামিয়া) (৩) শরহে বিকায়া-২য় মতন
(ইসলামিয়া) (৪) নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ) মতন (ইসলামিয়া) (৫) কাফিয়া বোর্ড বাধাই (ইসলামিয়া) (৬) দূরুসুল বালাগাত মতন (মাকতাবাতুল হেরা) (৭) মুখতারাত-১ম খন্ড (৮) আাত্ ত্বরীকু ইলাল ইন্শা-৩য় খন্ড (মাকতাবাতুন নদভী)

আস সফফুল আওয়াল আল ফযিলত (হিদায়া/একাদশ ও দ্বাদশ শ্রেণি)

(১) কুরআন তরজমা ১৬-২৫ পারা (২) হিদায়া ১ম মতন (ইসলামিয়া) (৩) হিদায়া ২য় মতন (ইসলামিয়া) (৪) নুরুল আনওয়ার কিতাবুস সুন্নাহ মতন (ইসলামিয়া) (৫) সিরাজী উর্দু মতন (ইসলামিয়া) (৬) ফয়জুল কালাম উর্দু (ইসলামিয়া) (৭) খেলাফতে রাশেদা বাংলা (৮) মহিলা সাহাবিয়্যাত বাংলা (নাদিয়া) (৯) মুখতারাত ২য় খন্ড(মাকতাবাতুন নদভী)

l

আস সফফুস সানি আল ফযিলত (মিশকাত/ স্নাতক)

(১) মিশকাত-১ম মতন (ইসলামিয়া) (২) মিশকাত-২য় মতন (ইসলামিয়া) (৩) জালালাইন-১ম মতন
(ইসলামিয়া) (৪) জালালাইন-২য় মতন (ইসলামিয়া) (৫) হিদায়া-৩য় মতন (ইসলামিয়া) (৬) হিদায়া-৪র্থ মতন (ইসলামিয়া) (৭) আকিদাতুত্ ত্বাহাবী বাংলা অ

তাকমীল (মাষ্টার্স)

(১) বুখারী শরিফ ১ম খন্ড (২) বুখারী শরিফ ২য় খন্ড (৩) মুসলিম শরিফ ১ম খন্ড (৪) মুসলিম শরিফ ২য় খন্ড (৫) নাসাঈ শরীফ (৬) আবু দাউদ শরীফ (৭) তিরমিযি শরীফ (৮) ইবনে মাজাহ শরীফ (৯) তাহাবী শরীফ (১০) মুয়াত্বায়ে ইমাম মালেক (১১) মুয়াত্বায়ে ইমাম মুহাম্মদ।

l

হিফ্জ বিভাগ

(১) কুারআন শরীফ হিফ্জ (২) তাজবীদ (৩) দুআ’,মাসয়ালা-মাসায়েল ও নির্বাচিত হাদীস ।

ক্বারিয়ানা বিভাগ

(১) কুরআন শরীফ নাজেরা (২) তাজবীদ (৩) দুআ’,মাসয়ালা-মাসায়েল ও নির্বাচিত হাদীস।

l

বিশেষ জ্ঞাতব

পরীক্ষা আরম্বের পূর্বে মাদরাসার যাবতীয় লেনদেন পরিশোধ করতে হবে। প্রত্যেক ছাত্রীকে সকল পরীক্ষায় অংশ গ্রহণ করা বাধ্যতামূলক। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে উপরের ক্লাসে ত্বারাক্কী দেওয়া হবে না। – দারুস সালাম মহিলা মাদরাসা কর্তৃপক্ষ