১. আবাসিক ছাত্রীদের জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ।
২. নিজের সিট ছেড়ে অন্যের সিটে যাওয়া বা বিশ্রাম করা নিষেধ।
৩. নিজের প্রয়োজনীয় জিনিস-পত্র নিজ দায়িত্ব রাখতে হবে,অন্যের কাছে রাখা নিষেধ।
৪. কারো দ্বারা কষ্ট/আঘাত পেলে প্রতিশোধ নেয়া যাবে না; বরং দায়িত্ত¡শীলদের কে জানাতে হবে।
৫. পরস্পর হাদিয়া আদান-প্রদান,কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যেকোন অনুষ্ঠান,অন্যের জিনিস ব্যবহার ও ভোগ
করা,কাউকে বান্ধবী বানানো সম্পূর্ণভাবে নিষেধ।
৬. সাক্ষাতের সময় ব্যতীত,বিশেষ করে ক্লাস চলাকালীন কাউকে মাদরাসায় প্রবেশ করানো এবং কর্তৃপক্ষের
অনুমতি ছাড়া মাদরাসায় অবস্থানের সুযোগ দেয়া নিষেধ।
৭.স্বর্ণালংকার বা মূল্যবান কোন কিছু মাদরাসায় রাখা নিষেধ,হারিয়ে গেলে কর্তৃপক্ষকে দায়ী করা যাবেনা।
৮. প্রয়োজনীয় কোন কিছু ক্রয় করতে হলে দায়িত্বশীল শিক্ষিকার মাধ্যমে বা’দ আছর অফিস কর্তৃক ক্রয় করতে
হবে। অনাবাসিক ছাত্রীর মাধ্যমে কোনকিছু সংগ্রহ করা নিষেধ।
৯. যেকোন অসুবিধা কর্তৃপক্ষকে অবগত করে নিরসন করতে হবে।
১০. অনাবাসিক ছাত্রীদের ক্লাস আরম্ভ হওয়ার ১৫ মিঃ পূর্বে উপস্থিত হতে হবে এবং ক্লাস শেষ হওয়ার পর যেতে হবে।
১১. চোখ মুখ দেখা যায় এমন রুমাল বা ওড়না বা বোরকা,শরীরের অঙ্গ অনুভব করা যায় এমন আঁট-সাট বা টাইট
ফিটিং বোরকা বা জামা-পাজামা পরা নিষেধ।।
১২.শরীর দেখা যায় এমন পাতলা জামা-পাজামা,শর্ট হাতা বিশিষ্ট্য বা শর্ট জামা,ডি ভাইডার পাজামা পরা নিষেধ।
১৩. টেপরেকর্ডার,ক্যাসেট, সিডি-ভিসিডি,এমপি-থ্রী প্লেয়ার বা এফ.এম রেডিও সহ যেকোন ধরনের খেলনা রাখা নিষেধ।
১৪. মোবাইল, টেপ মোবাইল, লেপটপ ইত্যাদি রাখা নিষেধ।
১৫. পাঠ্যবই ও তৎসহায়ক নোট ও গাইড বই ব্যতীত অন্য কোন বই-পুস্তক, যেমন গানের বই,গজলের বই,
উপন্যাস ও ফটোর এ্যালবাম ইত্যাদি রাখা নিষেধ।এছাড়াও অনৈসলামিক ও পড়া-লেখার ব্যঘাত ঘটে এমন যে
কোন জিনিস সঙ্গে রাখা নিষেধ।
১৬. নিষিদ্ধ কোন জিনিস কারো কাছে পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে।
১৭.ময়লা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এবং জানালা দিয়ে যেকোন ধরণের ময়লা ফেলা যাবে না।
১৮.আবাসিক ছাত্রীদের নির্ধারিত সময়ে খানা উঠানো ও খাওয়া আবশ্যক, যারা বাসার খাবার খায় এমন আবাসিক
ছাত্রীদের বেলায় অভিভাবকগণ নির্দিষ্ট স্থানে ছাত্রীর নাম ও শ্রেণি লিখিত বক্সে খাবার পৌঁছিয়ে দিতে হবে।ছাত্রীরাও খাওয়ার পর খালী বক্স ঐ স্থানে রেখে যাবে।
জ্ঞাতব্য যে: উপরোক্ত নিয়মাবলীর কোন একটি লঙ্গন করা হলে, কর্তৃপক্ষ যেকোন শাস্তি এমনকি বহিস্কার করারও
ক্ষমতা রাখবেন।